০৩ নং নিজবাহাদুর পুর ইউনিয়ন এর আওতাদীন চরিয়া এবং কবিরা গ্রামে মধ্য ভাগে আবস্থীত চাড়ুয়া বিল। এ বিলের প্রায় মধ্য দিয়ে বয়ে চলেছে পাকা রাস্থা। এ রাস্তা দিয়ে দৌলতপুর বাজার হথে আফিস বাজার যাওয়া যায়।
চরিয়া থেকে চাড়ুয়া এর উৎপত্তি। যেহেতু চরিয়া গ্রামের বেশির ভাগ জায়গা জুড়ে রযেছে এবিল টি তাই গ্রামটির নামের সাথে মিল রেখে বিলটির নাম চাড়ুয়া বিল রাখা হয়েছে। এখানে শীতের সময় নানান ধরনের আতিতি পাখি আসে।শীত ছাড়া এখানে মাছরাঙ্গা, বক, শালিক,ডাউক, সহ নানা প্রজাতির পাখি পাওয়া যায়। সত্যি জায়াগাটা খুব সুন্দর ! না দেখে বুঝাযায়না…………………………………………..।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস